ইউটিউবিং গাইড, ইউটিউব সম্পর্কে প্রশ্ন উত্তর পর্বঃ- ৩
ইউটিউব সম্পর্কে প্রশ্ন উত্তর পর্বঃ- ৩
* TikTok ভিডিও আপলোড দিলে কি মনেটাইজ দিবে?
= না টিকটক ভিডিওতে মনেটাইজ দিবেনা, কারণ সেগুলোতে অনেক কপিরাইট মিউজিক থাকে। তবে কোন গানের মিউজিক না দিয়ে, কপিরাইট ফ্রি মিউজিক কিংবা সাউন্ড ইফেক্ট দিয়ে নিজে টিকটক ভিডিও করে আপলোড দিলে সেগুলোতে পাবেন এবং ভিডিওটি ২-৩ মিনিটের উপরে করলে ভালো হয়।
* ফেসবুক থেকে কারও ভিডিও নিয়ে আপলোড দিলে প্রবলেম হবে?
= হ্যা অবশ্যই হবে, কারণ যার ভিডিও আপলোড দিবেন সে চাইলে কপিরাইট দিতে পারে এবং এটি অনৈতিক কাজ, এর ফলে সাইবার ক্রাইমের ঝামেলাতেও পড়তে পারেন। তবে ভাইরাল কোন বিষয় হলে তা আপনার বক্তব্যের সাথে ইউজ করতে পারেন।
* ভিডিও প্রাইভেট করে রাখলে কি সেই ভিডিওর ওয়াচটাইম কাউন্ট হবে?
= না, আপনার মনেটাইজের কন্ডিশন পুরণ হতে সকল ভিডিও পাবলিক রাখতে হবে। প্রাইভেট ভিডিওর ওয়াচটাইম মনেটাইজের ক্ষেত্রে ধরা হবেনা।
* ভিডিও ডিলিট করলে কি সেই ভিডিওর ওয়াচটাইম, ভিউ এবং সাবস্ক্রাইবার চলে যাবে?
= ভিডিও ডিলিট করলে সেই ভিডিওর ভিউ এবং ওয়াচটাইম চলে যাবে৷ তবে সেই ভিডিও থেকে আসা সাবস্ক্রাইবার থেকেই যাবে।
* নিজের ভিডিও নিজে দেখলে কি প্রবলেম হবে?
= অবশ্যই হবে, এতে স্প্যাম হবে আর স্প্যামের ক্ষতি সম্পর্কে পূর্বেই জেনেছেন এবং চ্যানেলে মনেটাইজ অন থাকলে মনেটাইজ ডিজেবল হয়ে যেতে পারে।
* হ্যাস ট্যাগ কি? ভিডিওতে কিভাবে # ট্যাগ ইউজ করবো?
= হ্যাস ট্যাগ হচ্ছে কোন ট্যাগের সামনে একটি # চিহ্ন দেয়া। ফেসবুকে যেমন #দিয়ে কিছু লিখলে সেখানে ক্লিক করলে ওই রিলেটেড যত #ট্যাগ আছে সবগুলোই শো করে। ঠিক তেমনি আপনি #ট্যাগ দিয়ে ইউটিউব ভিডিওতে কোন শব্দ দিলে ওইখানে কেউ ক্লিক করলে, ওইরকম যত ভিডিওতে #ট্যাগ আছে সবগুলোই সামনে আসবে।
এই হ্যাস ট্যাগ দেয়ার জন্য আপনি আপনার ডেসক্রিপশন বক্সে #দিয়ে কোন শব্দ লিখবেন তাহলেই ভিডিওর নিচে #ট্যাগটি শো করবে। যেমনঃ- #ITRafi #FunnyVideo #Tech এইরকম দিয়ে সেভ করবেন।
* টাকা দিয়ে সাবস্ক্রাইব, ভিউস ক্রয় করা কি ঠিক হবে?
= কখনোই না, কারণ এতে সেই সাবস্ক্রাইব, ভিউস কখনওই রিয়েল হয়না। এতে করে তারা পরবর্তীতে আনসাবস্ক্রাইব করে দিবে কিংবা পরবর্তীতে আপনার কোন ভিডিওই দেখবেনা। এতে চ্যানেল আরও ডাউন হয়ে যাবে। তাই এগুলোর পিছে টাকা নষ্ট করবেননা।
*গেমিং চ্যানেলের জন্য কি কোন সুবিধা আছে?
= হ্যা, কিছুদিন আগের এক আপডেটে ইউটিউব বলেছে তারা গেমিং চ্যানেলগুলোর দিকে এক্সট্রা নজর দিবে। অন্যান্য চ্যানেলের তুলনায় গেমিং একটু তারাতারি গ্রো হতে পারে। এখানে অন্যান্য ভিডিওতে মারামারি, কাটাকাটিতে যেমন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে গেমিংএ সেরকম আসবেনা। এজন্য আপনার গেমটি সম্পর্কে কিছু কথা যেমনঃ- এইটি কি ধরণের গেম, এটি আসলেই কোন Violation না, এসম্পর্কে কিছু লিখে ডিসক্লেইমার ইউজ করতে পারেন।
*কোন ক্রিকেট কিংবা ফুটবল খেলা লাইভ দেখানো যাবে?
= এটি কখনওই করবেননা, কারণ এর ফলে আপনার চ্যানেলে সাথে সাথেই স্ট্রাইক চলে আসতে পারে। কারণ আপনি যাদের থেকে লাইভ কপি করবেন তারা অনেক বড় চ্যানেল, অবশ্যই তারা কন্টেন্ট আইডি নিয়েছে। তাই যেভাবেই আপনি কপি করুননা কেন স্ট্রাইক চলে আসবে।
প্রতিনিয়ত ইউটিউব আপডেট হচ্ছে, তাই আপনার উচিত প্রতিনিয়ত ইউটিউবের আপডেট সম্পর্কে ধারণা রাখা। নাহলে অনেক সময়, আগে যে কাজ করলে প্রবলেম হতোনা সেটি করার ফলে অনেক বড় প্রবলেম হতে পারে। সে জন্য আপনি বর্তমানের বড় বড় চ্যানেল যেমনঃ- IT RafiuL AhsaN, Sohag360, ST UniqueTech, Sadhin Tech, Shamim Lem, Online Help360, Tech Bangla Pro, All Bangla Tips এগুলো ফলো করতে পারেন। ইউটিউব সম্পর্কে আপনার নানান রকম প্রশ্ন থাকতে পারে সবগুলো বলা সম্ভব নয়। তাই আপনার কোন প্রশ্ন থাকলে আমাদের ফেসবুক গ্রুপ ইউটিউব হেল্প এন্ড সাপোর্ট এ জয়েন করে প্রশ্ন করতে পারেন। গ্রুপ লিংকঃ- facebook.com/groups
পোস্টটি পড়ে যদি আপনাদের একটু হেল্প হয়ে থাকে তাহলে আমার চ্যানেল নাম IT RafiuL AhsaN সাবস্ক্রাইব করতে পারেন, এতে আমারও কিছুটা হেল্প হবে। ধন্যবাদ!
সমাপ্ত
১ম পর্বে যান
More Item
!->
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন