চ্যানেল Rank, ভিডিও ভাইরাল, ভিউয়ার্সকে ধরে রাখার নিয়ম এবং কিভাবে সাবস্ক্রাইব বাড়াতে হয়।
চ্যানেল রেংক করতে কি করতে হবে?
চ্যানেল শুরু থেকে বড় করা যে কতটা কষ্টের তা একমাত্র ছোট ইউটিউবাররাই বোঝে। কতটা স্ট্রাগল করে একটি ইউটিউবার বড় হয়। সবাই চাই আমাদের চ্যানেলটিকে কিভাবে বড় করবো, কিভাবে চ্যানেলটি রেংকে নিয়ে যাবো। তাই চ্যানেল রেংকে নিয়ে যেতে নিম্নোক্ত বিষয়গুলো মেনে চলুন।* রেগুলার ভিডিও আপলোডঃ-
রেগুলার ভিডিও আপলোড একটি গুরুত্বপূর্ণ বিষয় চ্যানেল রেংক করানোর জন্য। আপনি যদি আজ একটি ভিডিও আপলোড দেন এবং ১-২ মাস পর আর একটা ভিডিও আপলোড দেন তাহলে আপনার চ্যানেল রেংকে যাবেইনা। নতুন অবস্থায় আপনাকে রেগুলার ভিডিও আপলোড দিতে হবে। আপনি কতটি করে ভিডিও আপলোড দিবেন তা হয়তো অলরেডি উপরের পার্ট থেকে জেনে গেছেন।
* নির্দিষ্ট সময়ে ভিডিও আপলোডঃ-
রেগুলার ভিডিও আপলোডের সাথে সাথে এই জিনিসটিও মাথায় রাখতে হবে সেটি হলো নির্দিষ্ট একটি সময় নির্বাচন করা, যে সময়ে আপনি ভিডিও আপলোড দিবেন।
ধরুন একবার আপলোড দিলেন সকালে একবার দিলেন বিকেলে একবার দিলেন রাতে এমন করলে আপনি প্রোপার ভিউস পাবেননা এবং চ্যানেলও দ্রুত রেংকে যাবেনা। তাই একটি নির্দিষ্ট সময় নির্বাচন করবেন। এতে করে আপনার ভিউয়ার্সরা এই সময়ে আপনার ভিডিও দেখবে এবং আপনার ভিডিওগুলো ভালো রেংকে যেতে পারে ফলে আপনার চ্যানেলও রেংকে যাবে।
* ভালোভাবে SEO:-
ভিডিওর ক্ষেত্রে SEO একটি গুরুত্বপূর্ণ অংশ। আপনি যদি ভালোভাবে SEO করেন তাহলে আপনার ভিডিওর সাথে চ্যানেলও দ্রুত গ্রো হবে।
* বন্ধুবান্ধবদের মাঝে শেয়ারঃ-
ভিডিও আপলোড দেয়ার পর আপনার বন্ধুবান্ধবদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। কারণ তারা যদি প্রথমেই আপনার ভিডিওটি দেখে তাহলে ভিডিওটি একটি ভালো পর্যায়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সাথে চ্যানেলও।
* আপনি আপনার একটি ভিডিওতে অন্য একটি ভিডিও দেখতে বলতে পারেন, এতে আপনার একটি ভিডিও ভাইরাল হলে অন্য একটি ভিডিও অটোমেটিক ভাইরাল হয়ে যাবে এবং চ্যানেলও Rank এ যেতে পারে।
* ভিউয়ার্সকে সম্পূর্ণ সময় ভিডিওর মাধ্যমে ধরে রাখাঃ
আপনার ভিউয়ার্স যাতে আপনার সম্পুর্ন ভিডিওটি দেখে এ দিকে খেয়াল রাখবেন। এটি সবচেয়ে বড় বিষয় ভিডিও এবং চ্যানেল ভাইরাল করার জন্য।
কিভাবে আপনি ভিউয়ার্সকে সম্পূর্ণ সময় ধরে রাখবেন তা আমরা পরবর্তীতে আলোচনা করবো।
কিভাবে ভিডিও ভাইরাল করবো?
একটি ভিডিও ভাইরালই আপনার চ্যানেলকে অনেকদূর পর্যন্ত নিয়ে যেতে পারে। একটি ভিডিও ভাইরালের মাধ্যমেই আপনি হাজার হাজার সাবস্ক্রাইবার এবং মিলিয়ন মিলিয়ন ভিউস পেতে পারেন।এখন প্রশ্ন হলো কিভাবে ভিডিও ভাইরাল করবো?
এটি কোন সেটিংস না যে সেটি অন করে দিলেন এবং ভিডিও ভাইরাল হওয়া শুরু করলো। আপনি দেখবেন কেউ কেউ শত শত ভিডিও দিয়েও ভিডিও ভাইরাল হয়না আবার কেউ ৫-১০ টা ভিডিও আপলোড দিয়েই ভিডিও ভাইরাল।
আমি হয়তো আপনার ভিডিও ভাইরাল করে দিতে পারবোনা তবে আপনাকে বলতে পারবো যে কিভাবে আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন। এজন্য আপনি নিম্নোক্ত বিষয়গুলো ফলো করতে পারেনঃ-
* ইন্টারেস্টিং ভিডিও দিনঃ- যেসব ভিডিও মানুষ দেখতে ভালোবাসে এমন ভিডিও দিন। এতে করে তারা
আনন্দের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখবে সাথে বন্ধুবান্ধবদের মাঝেও শেয়ার করবে।
* এমন ভিডিও দিন যে ভিডিও এখন পর্যন্ত কেউ আপলোড করেনি কিংবা আপনার ভাষায় সেই ভিডিওটি নেই।
* সবার থেকে আলাদাভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করুন।
* আপলোড দেয়ার পর ভিডিওটি বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করুন।
* ভিডিওতে ভিউয়ার্সকে লাইক কমেন্ট করতে বলুন। কারণ ইউটিউবের কাছে আপনার লাইক কমেন্টস অনেক গুরুত্বপূর্ণ।
* YouTube Studio অ্যাপস এ গিয়ে আপনার কোন ভিডিওতে ক্লিক করে Go To video Analytics এ ক্লিক করে Discovery যান। এরপর নিচে আসলে আপনি দেখতে পারবেন Top Youtube Search Terms. ভিডিও আপলোডের কিছুদিন পর এইখানে কিছু কিওয়ার্ড দেখতে পারবেন। মানুষজন এই কিওয়ার্ডগুলি সার্চ দিয়ে আপনার ভিডিওটি খুঁজে পেয়েছে। এখন আপনার ট্যাগ অপশনে যদি এই কিওয়ার্ডগুলি দেয়া না থাকে, তাহলে আপনি এগুলো আপনার ভিডিওর ট্যাগ অপশনে যুক্ত করবেন। তাহলে আমি আশা করি আপনার ভিডিওটিতে আরও ভালো পরিমান ভিউস আসার সম্ভাবনা রয়েছে।
* ভিউয়ার্সকে সম্পূর্ণ সময় ভিডিওতে ধরে রাখুন। এটি সবথেকে ইম্পর্ট্যান্ট বিষয়। ইউটিউব যদি দেখে মানুষজন আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখছে, তাহলে ইউটিউব এলগরিদম ভাববে আপনার ভিডিওটি হয়তো ইন্টারেস্টিং কিংবা ভিডিওতে ইনফর্মেটিভ কিছু আছে,
তাই সবাই বেশিক্ষণ ধরে আপনার ভিডিওটি দেখছে। তখন এই ভিডিওটি ইউটিউব সকলের কাছে পৌঁছে দিবে, মানে ভাইরাল করে দিবে।
এখন আপনি ভিউয়ার্সকে সম্পূর্ণ সময় ধরে ভিডিওতে রাখবেন কিভাবে তা পরবর্তীতে আলোচনা করবো।
কিভাবে ভিউয়ার্সকে সম্পূর্ণ সময় ধরে রাখবো?
ভিউয়ার্সকে ভিডিওতে সম্পূর্ণ সময় ধরে রাখা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর মাধ্যমে আপনার ভিডিও এবং চ্যানেল অনেক ভালো পজিশনে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তাহলে চলুন জেনে নিই কিভাবে ভিউয়ার্সকে সম্পূর্ণ সময় ভিডিওতে ধরে রাখবেন।
* ভিডিও সবসময় ইন্টারেস্টিং রাখার চেষ্টা করুন। যাতে ভিউয়ার্সরা কখনওই বিরক্তবোধ না করে।
* ভিডিও সবসময় ইউনিক রাখার চেষ্টা করুন৷ তাহলে অন্যকোন ভিডিও না পেয়ে আপনার ভিডিওটি দেখতেই হবে।
* ভিডিওর সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট ভিডিওর মধ্যে কিংবা শেষে কোন এক জায়গায় রাখুন এবং বলুন ভিডিওর কোন এক জায়গায় এই বিষয়টি জানাবো।
* ভিডিওর মজার পার্টগুলোর কোন একটু অংশ সামনে রাখুন, যাতে সেই জায়গাটি দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখে।
* ভিডিওর সাউন্ড সবসময় ক্লিয়ার রাখার চেষ্টা করুন। কারণ আপনার কথা ভালোভাবে না বুঝলে আপনার ভিডিও কেটে দিতে বাধ্য হবে।
* ভিডিও কমপক্ষে HD এবং ক্লিয়ার রাখার চেষ্টা করুন। কারণ ভিডিও ক্লিয়ার না হলে অনেকেই সেই ভিডিও দেখতে চায়না।
* ভিডিওর মূল অংশ ভিডিওর শেষে দেখানোর চেষ্টা করবেন তাহলে ভিউয়ার্স শেষ পর্যন্ত আপনার ভিডিওটি দেখবে।
আশা করি এই বিষয়গুলো ফলো করলে ভিউয়ার্স আপনার সম্পূর্ণ সময় ধরে ভিডিওটি দেখবে।
কিভাবে সাবস্ক্রাইব বাড়াতে হয়?
যারা নতুন ইউটিউবার রয়েছেন তাদের মাথায় সবসময় এই জিনিসটিই ঘুরপাক করে, কিভাবে সাবস্ক্রাইব বাড়ানো যায়।
সাবস্ক্রাইব বাড়ানোর অনেক উপায়ও রয়েছে কিন্তু সেগুলো ইউজ করলে আপনার উপকারের চেয়ে চ্যানেলের অনেক বড় ক্ষতি হবে।
তাই আপনাকে কয়েকটি বিষয় বলবো এগুলো ছাড়া কখনওই সাব ফর সাব করবেননা। সেগুলি হলোঃ-
* আপনার আশেপাশের বন্ধুবান্ধবদের আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন। সাবস্ক্রাইব করার আগে কোন ভিডিও কমপক্ষে ১মিনিট দেখতে বলবেন। নাহলে সাবস্ক্রাইবটি চলে যেতে পারে।
* আপনার ভিডিওতে ভিউয়ার্সকে সাবস্ক্রাইব করতে বলুন। কারণ আপনার কথার মাধ্যমেও অনেকেই সাবস্ক্রাইব করবে।
* ইন্টারেস্টিং এবং ইম্পর্ট্যান্ট ভিডিও আপলোড দিন। আপনার ভিডিওটি যদি মানুষের ভালো লাগে এবং এমন ভিডিও যদি আরও দেখতে চায় তাহলে তারা অটোমেটিক আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।
* কাউকে সাবস্ক্রাইব করে তাকে সাথে সাথেই আপনার চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেননা, এতে স্প্যাম হবে।
* আপনার নতুন চ্যানেল হলে আপনার সাবস্ক্রাইবার হাইড করে রাখতে পারেন। কারণ অধিকাংশ মানুষ চ্যানেলে কম সাবস্ক্রাইবার দেখলে সাবস্ক্রাইব করতে চায়না। তাই আপনার সাবস্ক্রাইবারগুলো হাইড করে রাখুন। এটি কিভাবে করবেন তা জানতে এই বইয়ের প্রশ্ন উত্তর পর্ব ফলো করুন।
এছাড়া কখনওই সাবস্ক্রাইব বাড়ানো সম্ভব নয়, আর বিভিন্নভাবে বাড়িয়েও আপনার বিন্দুমাত্র লাভ হবেনা৷ কেন লাভ হবেনা তা "সাব ফর সাব করলে কি কি ক্ষতি হয়" এই পার্টে জানিয়ে দিবো।
পরবর্তী পার্ট
More Item
!->
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন