কপিরাইট কি ও কত রকমের হয়?, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কি?
কপিরাইট কি ও কত রকমের হয়?
ইউটিউবে কাজ করতে আমাদের কপিরাইট সম্পর্কে ধারণা রাখা জরুরী।কপিরাইট হচ্ছে কারও ভিডিও, অডিও, ইমেজ এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার ভিডিওতে যুক্ত করা।
আপনি যদি এগুলো আপনার ভিডিওতে ইউজ করেন তাহলে সেই কন্টেন্টের মালিক আপনাকে কপিরাইট দিতে পারে।
এই কপিরাইট তারা ২ভাবে দিতে পারে,
১. কপিরাইট ক্লেইম এবং
২. কপিরাইট স্ট্রাইক।
কপিরাইট ক্লেইমঃ-
তারা যদি আপনার সেই ভিডিওতে কপিরাইট ক্লেইম দেয়, তাহলে আপনার সেই ভিডিওটি থেকে এডসেন্সের মাধ্যমে যা ইনকাম করবেন তা সেই কপিরাইট কন্টেন্টের মালিকের একাউন্টে চলে যাবে।এই কপিরাইট, কন্টেন্টের ওনার নিজে থেকেই যেকোন সময় দিতে পারে কিংবা অটোমেটিক কপিরাইট ক্লেইম চলে আসতে পারে৷ যদি সেই কন্টেন্টের মালিক কন্টেন্ট আইডি নিয়ে থাকে তাহলে আপনি তার ভিডিও কপি করে, আপনার ভিডিওতে অ্যাড করে ইউটিউবে আপলোড দেয়ার সাথে সাথেই অটোমেটিক কপিরাইট ক্লেইম চলে আসবে।
কপিরাইট স্ট্রাইকঃ-
স্ট্রাইক হচ্ছে আপনার চ্যানেলের জন্য একটি ওয়ার্নিং। যদি কেউ আপনার ভিডিওতে স্ট্রাইক দেয়, তাহলে আপনি তাদের থেকে একটি ওয়ার্নিং পেলেন। এভাবে ৩ মাসের মধ্যে ৩টি স্ট্রাইক পেলে আপনার চ্যানেল সাসপেন্ড হয়ে যাবে। যা আর কখনওই ফিরে পাবেননা।কেউ আপনাকে একটি স্ট্রাইক দিলে সেই স্ট্রাইক অটোমেটিক ৩মাস পর চলে যাবে। একটি স্ট্রাইকে চ্যানেলের অন্য কোন সমস্যা হবেনা।
যে ভিডিওতে স্ট্রাইক এসেছে সেই ভিডিওটি আগেই ডিলিট না করা ভালো, কারণ ৩মাস পর যদি স্ট্রাইকটি চলে না যায়, তাহলে আপনি ইউটিউবের কাছে সেই ভিডিওটি দেখিয়ে মেইল করতে পারেন, যাতে তারা স্ট্রাইকটি তুলে দেয়। এর পর ভিডিওটি ডিলিট করে দিতে পারেন।
এছাড়াও যে আপনাকে স্ট্রাইক দিয়েছে তার সাথে আপনি যোগাযোগ করে স্ট্রাইকটি তুলে নিতে বলতে পারেন। তাদের বলবেন যে আপনি তার সেই ভিডিওটি ডিলিট দিবেন এবং পরবর্তীতে আর এরকম ভিডিও আপলোড করবেননা। তাহলে আশা করি সে স্ট্রাইকটি তুলে নিতে পারে।
কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কি?
সবকিছুরই একটি নিয়ম/রুলস থাকে সেইরকম ইউটিউবেরও কিছু রুলস রয়েছে, যাকে কমিউনিটি গাইডলাইন বলা হয়। আপনি যদি ইউটিউবের সেইসব রুলস ভঙ্গ করেন তাহলে তারা আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিবে। এটিও ৩মাস পর্যন্ত থাকবে এর পর অটোমেটিক চলে যাবে। এটিও ৩মাসের মধ্যে ৩টি গাইডলাইন স্ট্রাইক পেলে আপনার চ্যানেল সাসপেন্ড হয়ে যাবে।
ইউটিউবের গাইডলাইনে যা যা বলা আছে তা একটু পড়ে নিতে পারেন। তবে সাধারণ কিছু গাইডলাইন সম্পর্কে আপনাদের ধারণা দেই। এগুলো মেনে চললে আশা করি সমস্যা হবেনা।
সেগুলো হলোঃ-
*আপনার ভিডিও কিংবা থাম্বনেইলে কখনওই ১৮+ ভিডিও কিংবা ছবি ইউজ করবেননা।
* ভিডিওতে কাউকে হ্যারেজমেন্ট করে কোন কথা বলবেননা।
* আপনার ভিডিওতে কাউকে গালিগালাজ করবেননা।
* কোন প্রকার মারামারি, কাটাকাটি ভিডিও ইউটিউবে আপলোড দিবেননা।
* কোন এক্সিডেন্ট এর ছবি কিংবা ভিডিও ইউটিউবে আপলোড দিবেননা।
* কোন ক্র্যাক সফটওয়্যারের ভিডিও করলেও কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে।
* কোন সাইট থেকে মুভি ডাউনলোড ভিডিও করলেও আসতে পারে।
* কোন প্রো অ্যাপস ফ্রীতে ডাউনলোড লিংক কিংবা কোন স্প্যামিং সাইটের ডাউনলোড লিংক দিলেও আপনার স্ট্রাইক আসতে পারে।
* আপনি হ্যাকিং নিয়ে কোন ভিডিও করলেও আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে।
* কাউকে প্রতারণামূলক ভিডিও করলেও কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে।
* আপনি মিসলেডিং ট্যাগ/ থাম্বনেইল ইউজ করলেও কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। এর মানে হচ্ছে, আপনার ভিডিও একরকম কিন্তু ভিউস পাওয়ার জন্য আপনি অন্যরকম ট্যাগ ইউজ করলেন কিংবা এমন থাম্বনেইল ইউজ করলেন যা আপনার ভিডিওতে নেই।
এছাড়াও আরও অনেক গাইডলাইন রয়েছে নতুন নতুন আপডেটও হচ্ছে, তাই আপনি সেগুলো একটু পড়ে নিবেন।
আর এগুলো মেনে চললে আশা করি কোন সমস্যা হবেনা।
পরবর্তী পার্ট
More Item
!->
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন