Blogger সাইটে প্রবেশ করতে সমস্যা হচ্ছে? This WebPage Has Been Blocked On blogger
Blogger সাইটে প্রবেশ করতে সমস্যা ও সমাধান।
বর্তমান বাংলাদেশে ব্লগার সাইটে প্রবেশ করতে সমস্যা হচ্ছে blogger.com এ প্রবেশ করতে গেলেই দেখাচ্ছে This WebPage Has Been Blocked.
কিভাবে এর মধ্যেও আপনি ব্লগার ইউজ করতে পারবেন তা জানতে টেক্সটটি সম্পূর্ণ পড়ুন।
অনেকের প্রশ্ন তাহলে কি বাংলাদেশে ব্লগার সাইট বন্ধ করে দিলো? এর উত্তর দেয়াটা একটু কঠিন। কারণ এটি হতে পারে তাদের কোন টেকনিক্যাল ইস্যু নয়তো বাংলাদেশের জন্য একটি খারাপ সংবাদ।
যেহেতু ব্লগার হচ্ছে গুগলের একটি অংশ তাই যতদুর সম্ভব গুগল নোটিশ না দিয়ে কিছু করবেনা। তবে এটি যদি শুধুমাত্র বাংলাদেশের জন্য ব্লোকড হয় তাহলে হয়তো তাদের নোটিশ দেয়ার অতটা প্রয়োজন নেই। কিন্তু এখন পর্যন্ত কোন কিছু সঠিকভাবে বলা যাচ্ছেনা।
তেমন কিছু জানতে পারলে তাৎক্ষণিক আপনাদের এই ব্লগের মাধ্যমে জানিয়ে দিবো। তবে যারা ব্লগার সাইটটি ইউজ করতে পারছেননা তাদের জন্য ছোট্ট একটি সু-সংবাদ, আপনারা এখন একটি ট্রিকসের মাধ্যমে ব্লগার সাইট ইউজ করতে পারবেন। আপনারা যারা গুগল ক্রোম, অপেরা মিনি কিংবা ফোনের ডিফল্ট ব্রাউজার ইউজ করেন তারা ওইগুলা বাদ দিয়ে নতুন একটি ব্রাউজার ডাউনলোড করুন।
ব্রাউজারটির নাম Puffin, এটি আপনি প্লেস্টোরে সার্চ দিলেই পেয়ে যাবেন কিংবা এর প্রো ভার্সনটি ফ্রীতে নিতে নিচের ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করতে পারেন। এরপর এটি Install করে এটিতে প্রবেশ করবেন এবং blogger.com এ গেলে আপনি দেখতে পারবেন সাইটটি ওপেন হয়েছে।
অথবা আপনি চাইলে যেকোন VPN ইউজ করে দেখতে পারেন। যেমনঃ- Turbo VPN, Hola VPN এইরকম অনেক ভালো ভিপিএন প্লেস্টোরে পাবেন।
আশা করি আপনারা এখন ভালোভাবে ব্লগার ইউজ করতে পারবেন। এইরকম আরও টেকনিক্যাল সমস্যার সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন
এবং আমাদের সাইটটি নিয়মিত ভিজিট ও আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।
ব্লগার সাইটে ঢুকতে পারছিনা,
This Webpage has been Disabled in blogger.
I Cannot Access My Blogger Account.
ব্লগার সাইটে ঢুকতে গেলে Webpage has been blocked দেখাচ্ছে।
ব্লগার সাইটে প্রবেশ করতে পারছিনা।
More Item
!->
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন