ইউটিউবে সফল হবেন কিভাবে? ইউটিউবে সফল হওয়ার উপায়, How To Success On YouTube.
ইউটিউবে সফল হওয়ার উপায়।
ইউটিউবার হবো এই আশায় একটি চ্যানেল খুলেছেন তাইনা? কষ্ট করে ভিডিও আপলোড দিচ্ছেন কিন্তু সাবস্ক্রাইবার ভিউজ কিছুই পাচ্ছেননা, কি করবেন এখন??
আমাকে দিয়ে হবেনা বলে চলে যাবেন?? না, এই কাজটি করবেননা।
ইউটিউব একটি ধর্য্যের প্লাটফর্ম, এখানে তারাই টিকতে পারে যাদের ধৈর্য্য অনেক বেশি, প্রত্যেক বড় ইউটিউবারের পিছেন রয়েছে দুঃখ, কষ্ট এবং প্রচুর ধৈর্য্য।
হয়তোবা কারও কারও মাথার উপরে কোন বড় ইউটিউবারের হেল্প থাকার কারণে কিংবা ভাগ্যের জোরে রাতারাতি অনেক বড় হয়ে গেছে। তবে প্রতিজনের জন্য যে এমনটা হবে তা কিন্তু না।
নিজে থেকে কষ্ট করে উপরে ওঠা আর কেউ টেনে কিংবা ঠেলে উপরে তুলে দেয়ার মধ্যে অনেক পার্থক্য আছে।
নিজের কষ্ট করে ওঠার পর যে প্রশান্তিটা পাওয়া যায় তা হয়তো ঠেলে কিংবা টেনে তোলা ব্যক্তিরা পাবেনা।
একটি একটি করে সাবস্ক্রাইব বাড়ার যে কতটা প্রশান্তি তা শুধু ছোট ইউটিউবাররাই বোঝে।
আমি ইউটিউব চ্যানেল খুলে ভিডিও আপলোড দেয়া শুরু করলাম এবং আজ পর্যন্ত ১১২টা ভিডিও আপলোড দিয়েছি কিন্তু কয়েকটি ভিডিও ছাড়া সবগুলো ভিডিও ১০০ ভিউসও হয়নি, এমনকি ৫-৬ টা ভিউস হয়েছে। আপনারা এখন বলতে পারেন আরে ভাই এসব আমাদের বলছেন কেন?
আপনার যদি লাখ লাখ সাবস্ক্রাইবার কিংবা ভিউস হতো তখন নাহয় আমাদের অনুপ্রেরণা দিতেন, এখন তো নিজেরই ভিউস নেই। আপনাকে বলি আচ্ছা ভাই অনুপ্রেরণা দিতে কি বড় ইউটিউবার হওয়া জরুরি?
সবাই তো এখন মোটিভেট না করে ডিমটিভেট করায় ব্যস্থ থাকে তাই আমি নাহয় ছোট হয়েই ছোটদের মটিভেট করলাম এতে তো দোষের কিছুনা, তাইনা?
এই প্লাটফর্মে টিকে থাকতে লাগবে ইচ্ছাশক্তি এবং প্রচুর ধৈর্য্য। আপনাদের বর্তমান সময়ের একটা উদাহরণ দেই, আপনাদের আশেপাশে হয়তো আম গাছ আছে, প্রথমে কিন্তু প্রচুর মুকুল/ফুল ধরে, তারপর তা থেকে অনেকগুলো ঝরে গিয়ে, কিছুটা আমের গুটি টিকে থাকে,
তারপর আবার একটু ঝড়ে প্রচুর গুটি ঝড়ে গিয়ে কিছু গুটি টিকে থাকে তারপর আবার যখন পেকে যাবার আগে ঝড় হয় তখন কাচাতেই অনেক ঝড়ে যায়,
এরপর সংগ্রাম করে কিছু টিকে থাকে এবং পেকে যায় পরবর্তীতে সেইটা কেউ নিতে চাইলে তাকে মুল্য দিয়ে ক্রয় করে নিতে হয়।
ঠিক তেমনি অনেক মানুষ ইউটিউবে আসে ২-৪টা ভিডিও আপলোড দেয় এবং ঝরে যায়, আবার কিছু মানুষ অনেকদিন কষ্ট করে পরে হাল ছেড়ে দেয়।
আপনাদের বলি এসেছেন যখন একটু শক্ত করে ধরে থাকুন না, তাহলেই সবাই আপনার মুল্য দিবে, আর আগে ঝড়ে গেলে তো পচে কিংবা নষ্ট হওয়া ছাড়া উপায় নেই।
যারা বড় হয়েছে তারাও মানুষ, আপনিও মানুষ, তারা পারলে আপনি কেন পারবেননা? চেষ্টা করুন, লেগে থাকুন ইনশাআল্লাহ আপনিও পারবেন।
প্রতিনিয়ত ভিডিও আপলোড দিন না পারলে সপ্তাহে ১টি করে আপলোড দিন, তবুও হাল ছাড়বেনননা। আমি হয়তো আপনাকে বলে দিতে পারবোনা যে কিভাবে আপনার ভিডিও হুট করে ভাইরাল করবেন, আসলে এটি বড় ইউটিউবাররাও বলতে পারবেনা এটি কোন সেটিংস না যে, সেটি ইনেবল করে দিলেন আর ভিডিও ভাইরাল হয়ে গেলো।
তবে আপনাদের কিছু টিপস দিতে পারি,
- আপনি ইউনিক ভিডিও দিন, যেগুলো ইউটিউবে প্রচুর আছে সেগুলা দিবেননা সেইগুলি দিলে, বড় ইউটিউবারকে ছেড়ে কেন মানুষ আপনার ভিডিওটি দেখবে। তাই ইউনিক কিছু দিন, পারলে হিন্দি কিংবা ইংরেজি কন্টেন্ট থেকে শিখে বাংলায় আপনি তৈরি করে দিন।
- সাম্প্রতি যে বিষয়টি ভাইরাল, সেই বিষয়ের আলোকে কিছু আপনার ক্রিয়েটিভিটি দিয়ে তৈরির চেষ্টা করুন।
- কোন জিনিসটি মানুষ বর্তমান চাচ্ছে কিন্তু পাচ্ছেনা এমন কিছু তৈরি করুন। এইরকম ভিডিও তৈরি করেন আশা করি সফল হবেন।
তাই আমার ছোট মানুষের ছোট্ট একটি গ্রুপ আছে, ছোট ইউটিউবারদের সাহায্য করার জন্য। চাইলে আপনারা সেখানে আপনাদের সমস্যাগুলো বলতে পারেন। আমি এবং গ্রুপের সকল মেম্বার মিলে আপনাকে হেল্প করবে। আমি আমার ইউটিউব জার্নিতে যতটুকু শিখেছি তা আপনাদের শেখানোর চেষ্টা করবো এবং না জানলেও রিসার্স করে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।
গ্রুপ লিংকঃ- জয়েন করুন । আর আপনাদের বলি সাবস্ক্রাইবারের পিছে ছুটবেননা ভালো কন্টেন্ট দিন সাবস্ক্রাইবার আপনার পিছনে ছুটবে।
হয়তো অনেক খাটা খাটুনি করে অনেক সাবস্ক্রাইবার যোগার করলেন কিন্তু এতে তারা আপনার ভিডিও তো দেখবেইনা বরং পরবর্তীতে আনসাবস্ক্রাইব করে চলে যাবে।
তাই এই কষ্টটা একটু প্রতিনিয়ত ভিডিও আপডেট করায় দিন। আমি চেষ্টা করি প্রতিনিয়ত একটু হলেও ভিডিও আপডেট করতে, যদিও ভালো হয়না জানি, তবে আমার প্রথম দিকের একটি ভিডিও এবং এখনকারগুলো দেখলে কিছুটা পার্থক্য পেতে পারেন।
তাই আশা করি আপনারাও ভিডিও আপডেটে একটু সময় দিবেন।
আমার সামনে HSC Exam এর জন্য সেভাবে সময় দিতে পারছিনা, ইনশাআল্লাহ Exam এর পর ভালোভাবে দিবো।
চাইলে আপনারা গ্রুপে জয়েন করতে পারেন এবং চাইলে আপনি এটি আপনার জানা ছোট ইউটিউবারের কাছে শেয়ার করুন, এর ফলে সে একটা ছোট্ট হলেও গাইডলাইন পাবে।
কারও উপর কখনও হিংসা করবেননা, এবং নিজে বড় হওয়ার পর ছোটদের ডিমোটিভেট না করে বরং অনুপ্রেরণা দিয়ে হেল্প করবেন। আমি ছোট হয়েও চেষ্টা করি যতটুকু পারি ছোটদের হেল্প করার হয়তো আপনারাও করবেন।
সর্বশেষ আপনি চাইলে নিচের ভিডিওটি দেখতে পারেন এবং আমার চ্যানেলটি সাবসক্রাইব করে রাখবেন কারন প্রতিটা সাবস্ক্রাইব নতুন করে আগানোর অনুপ্রেরণা যোগায়। ধন্যবাদ।
More Item
২টি মন্তব্য
!->
apnar boi er pdf pete chai
উত্তরমুছুনFb te Message korun:- https://facebook.com/rafiulahsan2
মুছুন