Kinemaster Pro (support all phone) pdf free Download.
Kinemaster Pro (Support All Phone)
আমরা অনেকসময় ভিডিও তৈরি করি। সেই ভিডিওটি আরও সুন্দর এবং আরও চমৎকার করতে প্রয়োজন হয় এডিট করার। কিন্তু কারও আবার কম্পিউটার না থাকার কারণে এডিট করতে পারেনা, তাদের জন্য মোবাইল দিয়ে প্রফেশনালভাবে ভিডিও এডিট করতে কাইনমাস্টার অ্যসপসটি অনেক গুরুত্বপূর্ণ। তবে গুগল প্লে স্টোর থেকে যে অ্যাপসটি আমরা নেই, তাতে কাইনমাস্টারের লোগো থাকে যা এডিটের পর প্রফেশনাল লুক দিতে বাধাগ্রস্ত করে।
কারণ এতে সবাই বুঝে যাবে ভিডিওটি মোবাইল দিয়ে কাইনমাস্টারে এডিট করেছে। তাই প্রো ভার্সনটি নিতে হয় যেটাতে কোন লোগো নেই, তবে সেটা নিতে তাদের পেমেন্ট করতে হবে। তবে গুগলে সার্চ দিলে অনেক প্রো ভার্সন পাওয়া যায় তা দিয়েও এডিট করা যায় কিন্তু সমস্যা তো তাদের যাদের সেই প্রো ভার্সন গুলো নেয়ার পরও ফোনে কাইনমাস্টারের সব ফিচার্স সাপোর্ট করেনা। এখন থেকে আর চিন্তা করার কারন নেই কারণ আপনাদের কাছে আছে "প্রযুক্তি ভান্ডার" যেখানে আপনার সমস্যার সমাধান পাবেন।
কাইনমাষ্টার হলো মোবাইল দিয়ে ভিডিও এডিটিং এর জন্য বেস্ট একটি অ্যাপস। এটি দিয়ে মোবাইলেই প্রফেশনাল ভিডিও এডিটিং করা সম্ভব।
তবে এটি ফোনের কনফিগারেশন অনুযায়ী সাপোর্ট করে, ফোনের কনফিগারেশন কম হলে অনেক ফিচার্স সাপোর্ট করেনা যেমনঃ- লেয়ার অপশন, বেশি রেজুলেশনের ভিডিও ইম্পোর্ট/ এক্সপোর্ট , ক্রোমাকি ইত্যাদি।
প্লে স্টোরে যে ফ্রি ভার্সনটি আছে সেটি দিয়ে এডিট করলে ভিডিওতে কাইনমাস্টার লিখা একটি লোগো থাকে এবং অনেক ইফেক্ট ফ্রি ভার্সনে পাওয়া যায়না তাই তাদের থেকে প্রো ভার্সন কিনে নিতে হয়।
কিন্তু বর্তমান ক্র্যাকের যুগ এখানে আপনি প্রো ভার্সন ক্রয় করা ছাড়াও গুগল থেকে ফ্রিতেই প্রো ভার্সন ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তবে সব প্রো ভার্সন আবার সব ফোনে ভালোভাবে সাপোর্ট করেনা। আপনার ফোন যদি ভালো কনফিগারেশনের হয় তাহলে যেকোন প্রো ভার্সন গুগল থেকে ডাউনলোড করে ইউজ করতে পারবেন।
কিন্তু যদি কম কনফিগারেশনের হয় তাহলে নিচের ডাউনলোড অপশন থেকে এই কাইনমাস্টারটি ডাউনলোড করতে পারেন, এইটা যেকোন ফোনেই ভালোভাবে সাপোর্ট করবে।
এরকম আরও সমস্যার সমাধান পেতে "প্রযুক্তি ভান্ডারের সাথেই থাকুন।"
ধন্যবাদ।
More Item
১টি মন্তব্য
!->
Nice
উত্তরমুছুন