-->

এ্যালকেমিস্ট অ্যালকেমিস্ট - Alchemist, পাওলো কোয়েলহো, মাখসুদুজ্জামান খান free pdf download.


দ্যা অ্যালকেমিস্ট বই পরিচিতিঃ- 

 এটি একটি বাংলা অনুবাদ বই। এর মূল  লেখক পাওলো কোয়েলহো। এটি সর্বপ্রথম   ১৯৮৮ সালে পর্তুগিজ ভাষায় রচিত হয় এবং পরবর্তীতে ১৯৯৩ সালে ইংরেজি ভাষায় অনুবাদ হয়। এর পর থেকে এটি মোট ৭০টি ভাষায় অনুবাদিত হয়। এটি বাংলা ভাষায় অনুবাদ করেন মাখসুদুজ্জামান খান।

 বইটিতে যা যা আছেঃ- 

 "দ্য আলকেমিস্ট” বইটি হলো একজন রাখালের জীবন কাহিনী সম্পর্কে লেখা। তার নাম সান্টিয়াগো। সে লেখাপড়া শিখার পর একজন মেষপালকের জীবন বেছে নিয়েছে। কারণ সে ভ্রমণ করতে পছন্দ করে। সে একসময় ভেড়ার পশম বিক্রি করতে একটি গ্রামে যায় এবং একজন ব্যবসায়ীর মেয়েকে পছন্দ করে। 

পরের বার সে ঐ ব্যবসায়ীর কাছে পশম বিক্রির জন্য যাবার পথে অনেকবার এ স্বপ্ন দেখে যে মিশরের পিরামিডে গুপ্তধন লুকানো আছে। এই স্বপ্নের অর্থ জানার জন্য সে এক মহিলার কাছে যায় যিনি তাকে মিশরে যাওয়ার নির্দেশ দেন। তারপর একজন বৃদ্ধ লোকের সাথে তার কথা হয়,

 যে লোকটি নিজেকে সালেমের রাজা হিসেবে পরিচয় দেন। তিনি সান্টিয়াগোকে অনেকভাবে উপদেশ দেন এবং তাকে সেই মহিলার মতো মিশর যাওয়ার জন্য বলেন। এইরকম সুন্দর গল্পটি আপনার জীবনকে পরিবর্তন করতে সাহায্য করবে।

 তাই এখনই বইটি নিকটস্থ কোন লাইব্রেরি থেকে ক্রয় করুন।
 যারা অনলাইনে পড়তে চান তারা নিচের ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করে নিন।
   
 

More Item

একটি মন্তব্য পোস্ট করুন