আত্মনির্মাণ (মহাজাতক), Attonirman Mohajatok free pdf download.
আত্মনির্মাণ- মহাজাতক
আত্মনির্মাণের রাস্তায় মানুষ তার জ্ঞানকে বিকশিত করে, পরিণত হয় আসল মানুষে। আত্মনির্মাণ সফলতার জন্য অনেক বড় হাতিয়ার।
তাই এ হাতিয়ার আপনি কীভাবে প্রস্তুত করবেন এবং কী কী দুর্বলতা কাটিয়ে সফলতা খুঁজে পাবেন এসব বিষয় রয়েছে এই ‘আত্মনির্মাণ’- বইটিতে।
হাসি-কান্না, দুঃখ-আনন্দ, রাগ-অভিমান এ অভ্যাসগুলোর ভালো-মন্দ বিশ্লেষণ করে কিভাবে একজন সফল মানুষ হবেন, তা বলা আছে এই বইয়ে। আরও বলা আছে কীভাবে দুঃশ্চিন্তাকে জয় করবেন এবং দেহ-মনকে ভালো রাখবেন।
এসব ছাড়াও জীবনযাপনের এখানে এক দারুণ সূত্র বলে দেয়া হয়েছে। যে সূত্র প্রয়োগ করে সফলভাবে বেঁচে থাকা যাবে ।
চমৎকার এই বইটিতে এখনই নিকটস্থ কোন লাইব্রেরি থেকে কিনে নিন।
অনলাইন কপি পড়তে ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করে নিন।
More Item
!->
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন